কলকাতা: রাজ্যপালের (Governor CV Anand Bose) ভাষণ ছাড়াই রাজ্য বিধানসভার (WB State Legislative Assemblies ) বাজেট অধিবেশন (Budget session) শুরু হল সোমবার। কেন এই ঘটনা, শাসকদলের তরফে তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee ) জানান, আগামিকাল মঙ্গলবার অধিবেশনের সূচনাতেই তিনি এর ব্যাখ্যা দেবেন। আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui) বলেন, এটা নজিরবিহীন ঘটনা। তিনি বলেন, রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন হয়। তবে এটা বেআইনি নয়। যদিও কিছু পরম্পরা এবং রীতিনীতি রয়েছে। তা অমান্য করা হয়েছে।
এদিকে বিধানসভায় এবার নিরাপত্তার আরও কড়াকড়ি করা হচ্ছে। যদিও যে নিরাপত্তাকর্মীরা নিরাপত্তার কাজে ব্যস্ত থাকেন, তাঁদের আইডেন্টিটি কার্ডের অবস্থা খুবই সঙ্গীন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে স্পিকার বলেন, বিষয়টি মার্শাল দেখছেন। সাংবাদিকদের এই বিষয় নিয়ে না ভাবলেও চলবে।
আরও পড়ুন: ধর্মতলায় সরকারি কর্মচারীদের ধরনা মঞ্চ খুলে দেওয়া হল
সোমবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বিধানসভা ভবনেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠক সেরেই বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি উড়ে যাবেন। আগামিকীল এক দেশ, এক ভোট নিয়ে রামনাথ কোবিন্দ কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই বিকেলের বিমানে তাঁর কলকাতায় ফেরার কথা।
একশো দিনের কাজের টাকার দাবিতে শুক্রবার থেকে রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে ধরনা শুরু হয়েছে। তা চলবে ১৩ ফেব্রুয়ারি। শুক্রবার এবং শনিবার মুখ্যমন্ত্রী ধরনা মঞ্চে হাজির ছিলেন। সেখান থেকে তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি বিরোধী জোটের ইস্যুতে মমতা কংগ্রেস এবং বামেদেরও আক্রমণ করতে ছাড়েননি।
আরও অন্য খবর দেখুন