কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভের কর্মব্যস্ত সকাল নিমেষে পরিণত হল মর্মান্তিক ট্র্যাজেডিতে (Saltlake Sector V Fatal Accident)। শনিবার সকালে নিজের অফিসে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন ২৫ বছরের রজনী মাহাত। স্থানীয় একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত রজনী ওয়েবেল মোড়ে বাসের ধাক্কায় পড়ে যান এবং তাঁর মাথার উপর দিয়ে গড়িয়ে যায় সেই বাসের চাকা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টা নাগাদ একটি সাঁতরাগাছি-বারাসত রুটের বাস আচমকা রজনীকে পেছন থেকে ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়ার পর মুহূর্তের মধ্যেই তাঁর উপর দিয়ে চলে যায় বাসের চাকা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রজনীকে। ছুটে আসেন পথচারীরা, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজ্যে ২৬,০০০ চাকরি বাতিলে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। নিহত রজনী মাহাত ধাপা মাঠপুকুর এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
সল্টলেক সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যানবাহনের ঘাটতি, যাত্রীদের হুড়োহুড়ি, আর অনিয়ন্ত্রিত বাস চলাচল—সব মিলিয়ে চরম ঝুঁকির মুখে পড়তে হয় প্রতিদিন হাজারো কর্মজীবী মানুষকে। কিছুদিন আগেই এভিরা মোড়ে ঘটেছিল গাড়ির সংঘর্ষ, আহত হয়েছিলেন অনেকে। তার রেশ কাটতে না কাটতেই ফের এক তরুণীর অকাল মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা।
দেখুন আরও খবর: