ওয়েব ডেস্ক: অমরনাথ যাত্রার (Amarnath Yatra 2025) শুরুতেই বড় দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত তীর্থযাত্রীদের বাসের কনভয়। জম্মু-কাশ্মীরের রামবানের ঘটনায় আহত ৬। সূত্রের খবর, বাসের ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, কনভয়ে থাকা বাস ব্রেক ফেল হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একে অন্যের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। সেই দলে ছিল স্বাস্থ্য দফতরের কর্মীরাও। জখম তীর্থযাত্রীরা রামবান জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: ১৮ জুলাই বাংলায় আসছেন মোদি! দমদমে করতে পারেন সভা
উল্লেখ্য, ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ৯ অগস্ট পর্যন্ত এই তীর্থযাত্রা চলার কথা। কাশ্মীরের এই তীর্থস্থানে পৌঁছনোর জন্য ২টি রুট ব্যবহার করা হয়। পহেলগাম দিয়ে যাওয়া যায়। তুলনায় কম দূরত্বের কিন্তু বেশি চড়াইয়ের বালতাল রুট। পহলগাম রুট চন্দনওয়ারি, শেষনাগ এবং পঞ্চতার্নি পেরিয়ে অমরনাথ পৌঁছয়।
প্রসঙ্গত, পহলগাম জঙ্গি হামলা এবং তার জবাবে অপারেশন সিঁদুরের পরে কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে অমরনাথ যাত্রার রুট। কোনওরকম সমস্যা বা বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা সংক্রান্ত কোনওরকম ঝুঁকি না থাকে তা নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ ও প্রশাসন।
দেখুন আরও খবর: