কলকাতা: এক রূপান্তরকামীর কীর্তি। আইটিতে কাজ করা বন্ধুকে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোন নম্বর ক্লোন করে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানকে ফোন করে শ্রীঘরে (Arrest) দুজন। ওই ফোন করে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টা করা হয়েছিল। ঘটনায় ওই রূপান্তরকামী সহ দিল্লি থেকে দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজত হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, যে নম্বরটি ক্লোন করা হয়েছিল সেটি অভিষেকের ব্যক্তিগত নম্বর নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ জুন অভিষেকের পরিচয় দিয়ে রায়গঞ্জের ভাইস চেয়ারম্যানকে ফোনে বলা হয়, সোফিয়া চক্রবর্তী নামে কোনও মহিলার জমি নিয়ে সমস্যা হয়েছে সেটি দেখে নিতে হবে। ওই ফোন পেয়ে ভাইসচেয়ারম্যানের সন্দেহ হয়। তিনি বিষয়টি অভিষেকের আপ্তসহায়ককে জানান। তারপরে শেকসপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা দিল্লি গিয়ে জানতে পারে সোফিয়া প্রকৃতপক্ষে শুভজিৎ। তাঁর এক বন্ধু অভিষেক চৌধুরী আইটিতে কাজ করেন। সেই বন্ধুকে দিয়ে অভিষেকের ফোন নম্বরটি ক্লোন করিয়ে ফোন করায় শুভজিৎ।
আরও পড়ুন: বায়ুসেনার বিমানে কেরলে পৌঁছবে কুয়েতে আগুনে মৃতদের দেহ
আরও খবর দেখুন