আজ পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By-Election)। সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া কেন্দ্রের ভোটগ্রহণ। কড়া নিরাপত্তার (Tight Security) মধ্যে চলেছে নির্বাচন। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বুথ ও স্ট্রং রুমে সামনে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটগণনা আগামী ২৩ জুন।
সিতাই: সিতাই হাই স্কুলে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। সেই বুথে পোলিং এজেন্ট না থাকার অভিযোগ। ফলে ভোটগ্রহণ শুরুর আগে মকপোল-এর প্রক্রিয়া সারেন।
আরও পড়ুন:বুধবার বাংলায় ৬ বিধানসভা আসনে ভোট, লড়াই চতুর্মুখী
নৈহাটি: নৈহাটিতে উত্তেজনা ছড়ায়। ৬৩ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি। অভিযোগের তির শাসক দলের দিকে। খবর পেয়ে ওই বুথে পৌঁছন নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র। তিনি গিয়েই নিজের দলের এজেন্টকে বুথে বসান। নৈহাটিতে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে ১৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। এক হাজার পুলিশ মোতায়েন রয়েছে।
নির্বাচনের কারণে বন্ধ রয়েছে নৈহাটি বড় মায়ের মন্দির। বড়মার কাছে পুজো দিতে আসা দর্শনার্থীদের দাবি তাদের মন্দির খুলে দিতে হবে তারা পুজো দেবেন, যা নিয়ে শুরু হয় তুমুল বচসা। তাদের দাবি তৃণমূল প্রার্থী সনদ দে পুজো দিলে আমরাও পুজো দেব।
এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৬ হাজার। মোট ভোট গ্রহণ কেন্দ্র ২১০টি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
হাড়োয়া: হাড়োয়ায় ২৭৯ বুথে ভোটগ্রহণ। দু’টি ব্লকই বারাসত সদর মহকুমার অন্তর্গত। এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৬৯ হাজার ১০৩। হাড়োয়ার ২৭৯টা বুথে ১,১১৬ জন ভোট কর্মী রয়েছেন। ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ১৬৭০ জন পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও আইএসএফ। ভোট শুরু হতেই হাড়োয়ায় তৃণমূল এজেন্ট-বিজেপি প্রার্থী বচসা, একাধিক বুথে বিকল ইভিএম।
মাদারিহাট: সকালে ভোট দিলেন মাদারিহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। শান্তিপূর্ণভাবে ভোটদানের বার্তা দিয়েছেন তিনি।
দূর থেকে দেখে মনে হবে কোনও অনুষ্ঠানের প্যান্ডেল, সামনে গেলে দেখা যাচ্ছে সেটা ভোট গ্রহণ কেন্দ্র। যা রীতিমতো নজর কাড়ছে ভোটারদের। মাদারিহাট গার্লস হাইস্কুলে ১৪/৬৫ নম্বর কেন্দ্রে তৈরি করা হয়েছে মডেল ভোট গ্রহণ কেন্দ্র। ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশের মুখে রয়েছে সেলফি পয়েন্ট, আর ভেতরে রয়েছে মাতৃ গৃহ, শিশুদের খেলার জায়গাও। তাদের কথায়, এই প্রথম এই রকম ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলাম। অন্যরকম অনুভূতিও বটে।
তালডাংরা, বাঁকুড়া:-বাঁকুড়ার তালডাংরা বিধানসভার উপনির্বাচনে ১২১ নম্বর বুথ পাঁচমুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়।
ভোট গ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যেই ওই বিধানসভার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর ছবি দেওয়া ভোটার স্লিপ বিতরণ করছে তৃণমূল কর্মী। টোটোতে বসেই চলছে ওই স্লিপ বিতরণ।
অন্যদিকে সেই টোটোর পাশেই বহিরাগতদের আনাগোনা। তবে সংবাদ মাধ্যম সেখানে হাজির হতেই টোটো নিয়ে চম্পট দিলেন টোটো চালক। স্লিপ বিতরণ করা ওই টোটো চালক নিজেকে তৃণমূল কর্মী বলে মেনে নিয়েছেন।
ভোটাধিকার প্রয়োগ করলেন তালডাংরা বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। বুধবার সকালে সিমলাপালের ২২৪ নম্বর শালবনী প্রাথমিক বিদ্যালয় বুথে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
দেখুন অন্য খবর: