কলকাতা: প্রাথমিকের নিয়োগ মামলায় (Primary Teacher Recruitment Case) বড় নির্দেশ আদালতের। ২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল ১০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। বুধবার মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, সেই ৪২ হাজার ২৪৯ জনের প্যানেল প্রকাশ করতে হবে। তিনি এও জানান, প্যানেল আগে প্রকাশ হয়ে থাকলেও তার হার্ড ও সফট কপি আদালতে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ১৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিনই ওই তালিকা প্রকাশ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা আজ রাতেই ?
২০১৬ সালের এই নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম হয়েছিল বলেই বেশ কিছু চাকরিপ্রার্থী আদালতে যান। অভিযোগ, ওই ৪২ হাজার ২৪৯ জনের মধ্যে ৩২ হাজার চাকরিপ্রাপকই অপ্রশিক্ষিত ছিলেন।
আরও অন্য খবর দেখুন