কলকাতা: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের (Paschimbanga Chhatra Samaj) আহ্বায়ক সায়ন লাহিড়িকে (Sayan Lahiri) আগামীকাল বেলা দুটোর মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। তার বিরুদ্ধে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না। সায়ন লাহিড়িকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
শুক্রবার সায়নের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে করা মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। শুনানিতে তাঁর গ্রেফতারি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি সিনহা। পরে তিনি তাঁর নির্দেশে সায়নকে মুক্তি দেওয়ার কথা বলেন। পাশাপাশি, বিচারপতি নির্দেশে জানান, আদালতের অনুমতি ছাড়া আগামী দিনে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না সায়নের বিরুদ্ধে। শুধু এই মামলাতে নয়, অন্য কোনও মামলাতেও যদি তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর থাকে সেক্ষেত্রে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এই মামলায় হলফনামা দেবে রাজ্য।
আরও পড়ুন: বাংলাদেশে যে সরকারে থাকবে তার সঙ্গে সম্পর্ক থাকবে, জানালেন বিদেশমন্ত্রী
আরও খবর দেখুন