কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরই আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্ত শুরু করল সিবিআই (CBI)। আদালতের নির্দেশের কিছুক্ষণের পরই টালা থানায় (Tala Police Station) পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সংশ্লিষ্ট মামলার তদন্তের সমস্ত নথি ও আরজি কর থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো নথি ও সিসিটিভি ফুটেজ নিজেদের দায়িত্বে নিতেই টালা থানায় যান সিবিআই আধিকারিকেরা।
আরও পড়ুন: আরজি করে অপর্ণা সেন, শুনতে হল ‘চটিচাটা’ বিদ্রুপ
আরজি কর মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সোমবার কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। শুনানি চলাকালীন প্রধান বিচারপতির বেঞ্চ তীব্র অসন্তোষ প্রকাশ করে বলে, ‘এটা আশা করা যায় না। পুলিশের ভূমিকা নিয়েও সন্তুষ্ট নয় আদালত। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সিবিআই তদন্তের নির্দেশ দেন। আদালতের মধ্যেই রাজ্যের আইনজীবীকে মামলার যাবতীয় নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে বলেন। মামলার পরবর্তী শুনানি তিন সপ্তাহ পরে হবে। পরবর্তী শুনানির দিন তদন্তের রিপোর্ট জমা দিতে সিবিআইকে নির্দেশ আদালতের।
অন্য খবর দেখুন