কলকাতা: বিচারাধীন অবস্থায় রয়েছেন? সেই অবস্থায় বিদেশে ঘুরতে গিয়েছেন? এবার মামলা বিচারাধীন অববস্থায় বিদেশভ্রমণ করেছেন বা কোনও কাজে বিদেশে গিয়েছেন গত এক বছরে, এ রাজ্যে যারা এই ঘটনায় জরিত এমন সব ব্যক্তিদের তালিকা চাইল কলকাতা হাইকোর্ট।
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, আগামী ১৫ দিনের মধ্যে আঞ্চলিক পাসপোর্ট অফিসকে হলফনামা দিয়ে জমা দিতে হবে তালিকা। সেখানে স্পষ্টত জানাতে হবে কারা মামলা বিচারাধীন অবস্থায় বিদেশযাত্রায় গেছেন তাদের নাম জানাতে হবে। পাশাপাশি, মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কাদের বিদেশযাত্রায় অনুমতি দেওয়া হয়েছে এবং কাদের দেওয়া হয়নি তাও জানাতে হবে হলফনামায়। মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি, ২০২৫-এ।
আরও পড়ুন: ১০০০ কোটি ক্লাবে পুষ্পা ২
আদালতে বিচারাধীন অবস্থায় ফৌজদারি মামলা। আর এই কারণ আদালতে দেখিয়ে কোনদিন কোনও ব্যক্তির বিদেশযাত্রায় বাধা দেওয়া যেতে পারে না বলে আগেই জানানও হয়েছিল হাইকোর্টের তরফে। বুধবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে বিচারপতি সেনগুপ্তের পর্যবেক্ষণ, গুরুতর মামলায় জড়িত এমন অনেককেই বিদেশে যাওয়ার অনুমতি দেয় মন্ত্রক। সেখানে একটি মামলাকে কেন ব্যতিক্রম হিসাবে দেখা হল, সেটাই বিস্মিত করেছে আদালতকে। বিচারপতির আরও পর্যবেক্ষণ, কী ভাবে কর্তৃপক্ষ ধরে নিলেন যে, অভিযুক্তের শাস্তি হবে আদালতে তাই তাঁর বিদেশযাত্রায় অনুমতি দেওয়া হবে না!
দেখুন অন্য খবর