পশ্চিম মেদিনীপুর: অসহায় অবস্থা বৃদ্ধের (Old Person)। কোনওরকমে দিন গুজরান হতে চায় না। অথচ দুবেলা ভাত খাওয়ার জন্য রেশনও (No Ration) পান না তিনি। কারণ তাঁর নেই আধার কার্ড, মুছে গিয়েছে হাতের রেখাও। চোখেও দেখতে পান না। ফলে করা যায়নি আধার কার্ড। বায়োমেট্রিক আপডেটের জন্য ৬ বছর ধরে বঞ্চিত রেশন ব্যবস্থা ও অন্যান্য সরকারি পরিষেবা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হরিরামপুর এলাকার বাসিন্দা শুকদেব মজুমদারের (Sukdeb Mazumdar) জন্য উদ্বিগ্ন প্রতিবেশীরাও। তিনি ৬ বছর ধরে চোখে দেখতে পান না। এখন চরম কষ্টে দিন কাটাচ্ছেন।
ছোটথেকে শুকদেবের জীবন চলছিল বেশ সুখের। বিয়ে করেননি তিনি। মারা গিয়েছে সুখদেবের বাবা ও মা। দাসপুরের একটি হোটেলে কাজ করতেন সুকদেব। তারপরে হঠাৎ ছন্দপতন। দৃষ্টিশক্তি হারিয়েছেন। সমস্ত সরকারি পরিষেবা থেকেও বঞ্চিত শুকদেব এখন ভাইয়ের কাছে থাকে। এলাকার মানুষেরা চাইছেন দ্রুত সরকারি ভাবে তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হোক। এখন দেখার প্রশাসন কত দ্রুত তাঁর সমস্যার সমাধান করে।
আরও পড়ুন: বেকারত্ব, মূল্যবৃদ্ধির সমস্যায় কেন্দ্রীয় সরকার সক্রিয় হোক, দাবি সুদীপের
আরও খবর দেখুন