কলকাতা: উত্তরপ্রদেশের সম্ভল জেলায় মুঘল যুগের শাহী জামা মসজিদের মাপজোপকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ হয় রবিবার। এই ঘটনায় ৪ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বার্ক এবং তাঁর সহকর্মী ইকবাল মাহমুদের ছেলে নওয়াব সুহাইল ইকবালের নামে মামলা করা হয়েছে। সম্ভল জেলার পুলিশ সুপার কৃষণ কুমার জানিয়েছেন, বার্কের আগের একটি ভাষণ সেখানের পরিস্থিতি আরও খারাপ করেছে। তিনি বলেন, ড্রোন ফুটেজের মাধ্যমে বিক্ষোভকারীদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে। যদিও জিয়াউর রহমান বার্ক পাল্টা পুলিশের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এদিকে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও সরকারের দিকে আঙুল তুলে বলেছেন, “এই ঘটনা সরকারের পরিকল্পিত। আমাদের সাংসদ ঘটনাস্থলে ছিলেন না, তবুও তাঁর নামে মামলা করা হয়েছে।”
আরও পড়ুন: দিল্লিতে বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা কেজরিওয়ালের
প্রসঙ্গত, স্থানীয় আদালতের নির্দেশে গত মঙ্গলবার প্রথম দফায় ওই ধর্মীয় স্থানের মাপজোপ শুরু হয়। অভিযোগ, সেখানে আগে হিন্দুদের একটি ধর্মীয় স্থান ছিল। ১৫২৯ সালে মুঘল সম্রাট বাবরের আমলে সেটি ধ্বংস করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। সেদিন শেষ না হওয়ায় রবিবার সকালে ফের মাপজোপের কাজ শুরু করা হয়। তখন স্থানীয় মানুষ এবং পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিক্ষোভকারীরা গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আগে টিয়ার গ্যাসের শেল ফাটায় এবং পরে লাঠিচার্জ করে। তারপর থেকেই সেখানের পরিস্থিতি উত্তাল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাম্ভলে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্কুল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত কোনও বহিরাগত ব্যক্তি, সামাজিক সংগঠন বা জনপ্রতিনিধিকে সাম্ভলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দেখুন আরও খবর: