কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের (RGKar Medical College Hospital) আর্থিক দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দুর্নীতি দমন শাখা ওই এফআইআর করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার নিয়েছে সিবিআই। শনিবার সকালে ওই মামলার নথি তাদের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকারের বিশেষ দল।
উল্লেখ্য, গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। তা নিয়ে শোরগোল পড়ে। এই আবহে অভিযোগ ওঠে তিন বছরের বেশি সময় ধরে আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি চলেছে। ঘটনায় ১৬ অগাস্ট রাজ্য সরকারের তরফে সিট গঠন করা হয়েছিল। রাজ্য পুলিশের সিটে আস্থা নেই। এই দাবিতে আরজি করের আর্থিক দুর্নীতির মামলার তদন্তভার ইডিকে দেওয়ার আর্জি জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় হাইকোর্ট জানায়, একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি আরও জটিল ও সময়সাপেক্ষ হবে। এরপর সিবিআইকে আর্থিক দুর্নীতির মামলার তদন্তভার দেওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত।
আরও পড়ুন: পুরুষদের দিকে তাকানো যাবে না, মহিলাদের নয়া ফরমান তালিবানের
আরও খবর দেখুন