কলকাতা: আরজিকরের (RG Kar Hospital Incident) খুন ও ধর্ষণের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট ফাইল করবে সিবিআই। সূত্রের খবর, আগামী সোমবার শিয়ালদহ কোর্টে চার্জশিট ফাইল করবে সিবিআই। অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সরকারি কর্মী হয়ে আইন অমান্য, অপরাধমূলক ষড়যন্ত্র, অভিযুক্তকে আড়াল করা ও প্রমাণ লোপাটের ধারা উল্লেখ থাকবে চার্জশিটে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রমাণ লোপাটের ধারা উল্লেখ থাকবে বলে জানা গিয়েছে।
অন্য খবর দেখুন