কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্তে হাথরসের তদন্তকারী অফিসার। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরই আরজি কর কাণ্ডের (RG Kar Hospital Incident) তদন্তভার নেয় সিবিআই। ইতিমধ্যেই কলকাতায় বেশ কয়েকজন অফিসার এসে তদন্ত শুরু করেছেন। এবার সেই কেন্দ্রীয় তদন্তকারীদের দলে যোগ দিলেন সিবিআই অফিসার সীমা পাহুজা (CBI Officer Seema Pahuja)। তিনি এর আগে উত্তরপ্রদেশের হাথরস ধর্ষণকাণ্ডের তদন্ত করেছিলেন। আরজি কর কাণ্ড হাথরাসের ঘটনার মতোই মর্মান্তিক। এই ঘটনার তদন্তে কলকাতায় ৬৫ জন অফিসার কলকাতায় এসেছেন।
হাথরসের মতো ন্যাক্কারজনক ঘটনা তাঁর নেতৃত্বে হয়েছিল তদন্ত। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক তিনি। এবার আরজি কর মামলার দায়িত্ব দেওয়া হল সিবিআই আধিকারিক সীমা পাহুজাকে। হাথরাস-কাণ্ডের সময় সীমা পাহুজা ছিলেন উত্তর প্রদেশের গাজিয়াবাদের সিবিআই ইউনিটের দুর্নীতি দমন ব্যুরো অর্থাৎ এসিবি-তে কর্মরত। শোনা যাচ্ছে তাঁর হাতে কোনও মামলা গেলে অপরাধীর গা ঢাকা দিয়ে থাকতে পারে না। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তদন্ত করে সত্য উদঘাটন করেছেন তিনি। এবার দেখার বিষয় আরজি কর কাণ্ডের কী হয়।
আরও পড়ুন: সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করল কলকাতা পুলিশ
আরজি কর কাণ্ডের দায়িত্ব পেয়ে স্পেশাল টিম গঠন করে তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। যদিও সিবিআইয়ের হাতে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি। নির্যাতিতার মোবাইলের কল, হোয়াটস অ্যাপ মেসেজ ও কলের উপর নজরদারি করার জন্যই বিশেষ যন্ত্রগুলো এখন ব্যবহার করা হচ্ছে। কিন্তু এবার জানা গিয়েছে, হাথরসের ঘটনায় সিবিআইয়ের তদন্তকারী দলের নেতৃত্ব দেওয়া তৎকালীন ডিএসপি সীমা পাহুজাকে আর জি করের ঘটনার তদন্তকারী দলে যুক্ত করা হয়েছে।
অন্য খবর দেখুন