কলকাতা: তদন্তভার পাওয়ার পর চারবার আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College Hospital) দিয়েছে সিবিআই (CBI)। এবার কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়ন ব্যরাককে (CBI Kolkata Police Fourth Battalion) হানা দিন সিবিআই। অভিযুক্তের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহের জন্যই সল্টলেকের ওই দফতরে গিয়েছেন সিবিআই। সিবিআই আধিকারিকরা মূলত সঞ্জয় রায়ের সঙ্গে কার কার ঘনিষ্ঠতা ছিল, কিভাবে থাকত এখানে। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই যান সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, সেখানকার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিন অভিযুক্তের বাড়িতে যায় সিবিআইয়ের আধিকারিকরা।
আরও পড়ুন: ঘটনার দিন ট্রমা কেয়ারেও গিয়েছিল ধৃত সঞ্জয়!
আদালতের নির্দেশর পরও আরজি কর কাণ্ডের তদন্তবার সিবিআইকে দেওয়া হয়। আদালতের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই। এই ঘটনায় এখনও পর্যন্ত ১ জনই গ্রেফতার হয়েছে। ইতিমধ্যেই সিবিআই ঘটনার রাতে যাঁরা যাঁরা ডিউটিতে ছিলেন ওয়ার্ড বয়, নার্স, চিকিৎসক, নিরাপত্তারক্ষীদের তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কথা বলেছেন নির্যাতিতার মা-বাবার সঙ্গে। গ্রেফতার হওয়া সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করেই সিবিআই জানতে পারে, অভিযুক্ত ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে যেতেন। ওই ব্যারাকে নিয়মিত যাতায়াত ছিল অভিযুক্তর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে আরজি কর থেকে সেখানেই গিয়েছিলেন অভিযুক্ত। সেখান থেকে রাতে তাঁকে আটক করা হয়। সিবিআই জানতে চায়, যখন অভিযুক্ত ফোর্থ ব্যাটেলিয়ানে যায় তখন মদ্যপ ছিলেন কিনা। তাঁর আচরণ কেমন ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। শনিবার সকালে সিবিআইয়ের একটি দল আরজি কর হাসপাতালে যায়। সেখান থেকে তথ্য সংগ্রহ করে।
অন্য খবর দেখুন