কলকাতা: সন্দীপ ঘোষের (Sandip Ghosh) নারকো টেস্ট (Narco Test) করাতে চায় সিবিআই (CBI)। সিবিআই সূত্রের খবর এ রাজ্য নয় গুজরাতে নিয়ে গিয়ে সন্দীপের নারকো টেস্ট করাতে চায় তদন্তকারী সংস্থা। পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টও করাতে চায় সিবিআই। এই নিয়ে শিয়ালদহ আদালতে আবেদন জানাতে চলেছে সিবিআই।
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তভার সিবিআইয়ের কাঁধে। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই টালা থানার ওসিকে গ্রেফতার করে। এবার সত্য উদঘাটনের জন্য সন্দীপের নারকো টেস্ট করাতে চায় সিবিআই। এর আগে আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের নারকো টেস্ট করাতে চেয়েছিল সিবিআই। কিন্তু অভিযুক্ত রাজি না হওয়ায় আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুমতি দেয়নি। সিবিআই সূত্রে খবর, গুজরাতে নিয়ে গিয়ে সন্দীপের নারকো টেস্ট করাতে চাইছে তারা। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ পরীক্ষা করানো হয়। সিবিআই সূত্রে খবর, দিল্লির সিএফএসএল-এর রিপোর্টে তাঁর কিছু কিছু বয়ান ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে। সে কারণে নারকো টেস্টের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: উচ্চ প্রাথমিকে নিয়োগের তালিকায় জটিলতা, কী হবে এবার?
টালা থানার ওসি অভিজৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। সূত্রের খবর, এ নিয়ে আদালতে আবেদন জানাতে চলেছে সিবিআই। সিবিআই সূত্রের খবর টালার ওসিকে জেরা করে সিবিআই। তাঁর বয়ানে বেশকিছু ধোঁয়াশা রয়েছে। সঠিক তথ্যের গোড়ায় পৌচ্ছাতেই টেস্ট করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সন্দীপ ঘোষ-সহ ৬ জনের পরিগ্রাফ টেস্ট করা হয়েছিল।
দেখুন ভিডিও
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)