কলকাতা: আরজি করের (RG Kar Hospital Incident) মর্গে হাজির সিবিআই গোয়েন্দাদের (CBI Investigation RG Kar Hospital) একটি দল। বৃহস্পতিবার সকালে একদিকে যখন সিজিও কমপ্লেক্সে জেরা করা হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। ঠিক তখনই আরজি করে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সিবিআই আধিকারিকেরা সোজা চলে যান মর্গের ভেতরে ঘরে। সেখানে তারা ঘুরে দেখেন, নানা তথ্য সংগ্রহ করেন। কথা বলেছেন বিভাগীয় কর্মীদের সঙ্গে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে সন্দেহের তালিকায় ৩, সিবিআইয়ের রাডারে কারা?
আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে নাম জড়িয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষ সহ হাসপাতালের একাধিক ব্যক্তির নামও জড়িয়েছে দুর্নীতিতে। ওই মামলায় হাসপাতালের জৈব বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে। এছাড়াও লাশপাচারেরও অভিযোগ উঠেছে। ‘সন্দীপ ঘনিষ্ঠ’ আরজি করের ফরন্সিকের শিক্ষক দেবাশিস সোমেরও নাম রয়েছে তালিকায়। আর্থিক দুর্নীতির তদন্তভার দেওয়া হয়েছে ইডিকে। এর মাঝে আচমকাই বৃহস্পতিবার দুপুরে সিবিআই গোয়েন্দারা আরজি করের মর্গে হাজির হন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সিবিআই সূত্রে খবর, আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তের সূত্রেই মর্গে গিয়েছেন গোয়েন্দারা (CBI in RG Kar Morgue)। বিভিন্ন তথ্য এবং নথিপত্র যাচাই করতেই মর্গে গিয়েছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। মর্গে ডেকে পাঠানো হয় সুপার সপ্তর্ষি চ্যাটার্জীকে। তাঁর কাছে জানতে চাওয়া হয় তিনটি বিষয় জানতে চাওয়া হয়েছে। ডিসেকশন ও কুলিং প্রসেস কী ভাবে হয়। মর্গের পরিমাপও জানতে চাওয়া হয়েছে।
দেখুন ভিডিও