কলকাতা: আরজি কাণ্ডে (RG Kar Incident) তদন্তভার নিয়ে ঘটনার রাতে যারা ডিউটিতে ছিলেন তাঁদের সকলকেই তলব করেছে সিবিআই (CBI Investigating RG Kar Case)। এবার নির্যাতিতার বিশেষ বন্ধুকে তলব করল সিবিআই। তাঁর পাশাপাশি আরও দুই বন্ধুকেও ডেকে পাঠানো হয়। সূত্রের খরব, তাঁদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গেই শেষ কথা হয়েছিল তাঁর বিশেষ বন্ধুর। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ও বলেছিল ব্যস্ত আছি পরে কথা বলছি। তারপর আর কোনও ফোন আসেনি। তিনি এসএমএস করলেও তারও কোনও জবাব আসেনি। সিবিআই সূত্রে খবর, ওই বিশেষ বন্ধুর কাছে তদন্তকারীরা জানতে চেয়েছেন ঘটনার দিন ঠিক কী কথা হয়েছিল তাঁরা সঙ্গে। কতক্ষণই কথা বলেছিলেন তাঁরা।
আরও পড়ুন: জড়িত থাকতে পারে সহকর্মী-চিকিৎসকার, সিবিআইকে জানালেন মৃত চিকিৎসকের বাবা-মা
সিবিআইয়ের (CBI) নজরে নির্যাতিতার বেশ কয়েকজন সহকর্মী। এমনকী নির্যাতিতার বাবা-মাও হাসপাতালের বেশ কয়েক জন চিকিৎসক এবং ইন্টার্নের নামও সন্দেহ করছেন, তাদের নাম সিবিআইকে জানিয়েছেন। আরজি কর-কাণ্ডের তদন্তে সিকিউরিটি সুপারভাইজার-সহ ১০ জনকে তলব করেছে সিবিআই।
অন্য খবর দেখুন