skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollসিবিআইয়ের তলবে সাড়া দিয়ে সিজিওতে বিরূপাক্ষ
Birupaksha Biswas

সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে সিজিওতে বিরূপাক্ষ

থ্রেট কালচারে নাম জড়িয়েছে বিরূপাক্ষ বিশ্বাসের

Follow Us :

কলকাতা: সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে শনিবার সিজিওতে (Birupaksha Biswas CGO Complex) হাজিরা দিলেন বিরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ট বলে পরিচিত বিরূপাক্ষ । তাঁকে আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ করতেই সিজিওতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের ঘটনার দিন কেন তিনি ঘটনাস্থলে ছিলেন সেই নিয়ে জানতে চাওয়া হতে পারে তাঁর কাছে।

আরও পড়ুন: ৪৩ দিন পর শনিবার সকালে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা

বিরূপাক্ষ বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক। থ্রেট কালচারে নাম জড়িয়েছে বিরূপাক্ষ বিশ্বাসের। অভিযোগ, হাসপাতালগুলিতে তাঁরা ভয়ের রাজত্ব তৈরি করেছিলেন। বিরূপাক্ষ হাসপাতালে দাদাগিরি করে চালায়। এক ইন্টার্নকে ফোনে হুমকি দেওয়ার অডিয়োও ভাইরাল হয়। দাবি করা হয়েছিল ওই অডিওতে যে কন্ঠস্বর শোনা গিয়েছিল তা বিরুপাক্ষের। বিরূপাক্ষ যদিও তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বিরূপাক্ষের বিরুদ্ধে ডাক্তারিতে ভর্তি করানোর নামে এক ছাত্রের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও প্রকাশ্যে এসেছে। এমনকী হাসপাতালের ক্যান্টিনে খেয়েও তিনি টাকা মেটাননি। বিরুপাক্ষের বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য দফতর বিরুপাক্ষকে সাসপেন্ড করেছে।

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular