নদিয়া: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Cases) তেহট্টের বিধায়ক তাপস সাহা (MLA Tapas Saha) ঘনিষ্ঠ ইতি সরকারকে (CBI Summons Iti Sarkar) নিজাম প্যালেসে ডেকে তলব সিবিআইয়ের। গত শুক্রবার একই মামলায় ডাক পড়েছিল বিধায়ক তাপস সাহার। এক সপ্তাহের মধ্যে এবার ইতি সরকারকে তলব করল সিবিআই। ইতি কলকাতায় পৌঁছে গিয়েছেন তিনি। নদিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইতি। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই।
তাপসকে আগেই বেশ কয়েক বার নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁর বাড়িতে চালানো হয়েছে তল্লাশিও। গত শুক্রবার তাপস সাহাকে ডেকে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা যায়। সেই ঘটনার এক সপ্তাহ পর আবারও ইতি সরকারকে ডাকল সিবিআই। বৃহস্পতিবার তাঁর ইতিকেও সমন পাঠিয়েছে সিবিআই।
আরও পড়ুন: রাজভবনে মেয়েরা যেতে ভয় পায়, বিস্ফোরক মমতা
উল্লেখ্য, বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে ২০২২ সালের এপ্রিল মাসে। অভিযোগের ভিত্তিতে রাজ্য দুর্নীতি দমন শাখা প্রথমে তদন্ত শুরু করে। তেহট্টে তদন্তে এসে কথা বলেন অভিযোগকারীদের সঙ্গে। এরপর তাপস সাহাকে কখনো ডেকে পাঠানো হয় কখনো অভিযোগকারীদের ডেকে পাঠানো হয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ওই ঘটনার কোন তথ্য সামনে না আসায় তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির মাধ্যমে হাইকোর্টে মামলা করেন। সেই ঘটনায় গত বছর এপ্রিল মাসে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। এরপর বিধায়ক তাপস সাহার বাড়িতে তদন্তে আসে সিবিআই। দীর্ঘ ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বাড়ি থেকে বেরিয়ে সেদিনই বিধায়ক ঘনিষ্ঠ ইতি সরকারের বাড়িতে তদন্তে যাই সিবিআই। এরপর আজ আবারো একই মামলায় ডেকে পাঠানো হলো ইতি সরকারকে।
অন্য খবর দেখুন