কলকাতা: আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। বিচারের দাবি ৩৫ দিন ধরে কর্মবিরতিতে জুনিয়র ( Doctors Protest For RG Kar) ডাক্তাররা। চার দিন ধরে স্বাস্থ্য ভবনের বাইরে খোলা আকাশের নীচে অবস্থানে রয়েছেন চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছকের অডিও ভাইরাল হয়েছে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তায় স্বাস্থ্য ভবনের বাইরে রাস্তায় বসছে সিসিটিভি ক্যামেরা। শুক্রবার রাতে স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে। প্রথম দফায় ১৪টি সিসিটিভি লাগানো হবে। নজরদারি চালানোর জন্য ইলেকট্রনিক থানা কন্ট্রোল রুম খুলেছে। ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছকের অডিও কাণ্ডে গ্রেফতার এক
অন্যদিকে আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar Hospital Incident) সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতের উপর জারি করা নিষেধাজ্ঞার সয়ময়সীমা বাড়ানো হল। শান্তিভঙ্গের আশঙ্কা করেই ১৫ দিন সয়ময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর আরজি কর সংলগ্ন এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। জানানো হয়েছে, শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
অন্য খবর দেখুন