নয়াদিল্লি: বিরল রোগ! মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা। একদিকে যেমন চিকিৎসার খরচ অন্যদিকে তেমনি থাকে উদ্বেগ। তবে এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে কেন্দ্র সরকার। বিরল রোগের ওষুধ এবার নিজেই কিনে রাখবে সরকার, প্রয়োজন মতো রোগীরা সেই সুবিধা পাবে। ফলে উপকৃত হবে হাজার হাজার মানুষ।
জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় সাত হাজার রোগকে ‘বিরল রোগ’ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে মাত্র পাঁচ শতাংশ রোগের ওষুধ আছে।
আরও পড়ুন: বুধবার বাংলায় ৬ বিধানসভা আসনে ভোট, লড়াই চতুর্মুখী
পরিসংখ্যান অনুযায়ী যেকোনও বড় দেশে ৬ থেকে ৮ শতাংশ মানুষ এই সমস্ত বিরল রোগে আক্রান্ত হয়। সব থেকে বড় কথা, অধিকাংশ বিরল রোগের চিকিৎসা নেই। আবার, অনেক রোগের ওষুধ থাকলেও তা সাধারণের নাগালের বাইরে। এই সব ক্ষেত্রে সরকার পাশে থাকলে উদ্বেগ লাঘব হয়।
সম্প্রতি বিরল রোগে আক্রান্ত রোগীদের পক্ষে ১০০ টিরও বেশি পিটিশনের একটি মামলা নিষ্পত্তি করার সময়, দিল্লি হাইকোর্ট বলেছে যে স্বাস্থ্যের অধিকার জীবনের অধিকারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।
বিচারপতি প্রতিবা এম সিং কেন্দ্রীয় সরকারকে জাতীয় বিরল রোগ তহবিল (এনআরডিএফ) গঠন করার নির্দেশ দিয়েছেন যার ৯৭৪ কোটি বরাদ্দ করা হবে। বেঞ্চ বলেছে যে এই তহবিলটি বিরল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবহার করা উচিত। এটিও নির্দেশ দেওয়া হয়েছে যে তহবিল বিতরণ একটি বাধ্যতামূলক ভাবে নিরীক্ষণ করা হবে এবং যদি কোনও কারণে দেরি হয়, তাহলে তা চিহ্নিত করতে হবে।
দেখুন অন্য খবর: