কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর, প্রকাশ্যে এল পরিচালক প্রতিম ডি.গুপ্তর বহু প্রত্যাশিত ছবি ‘চালচিত্রের’ প্রথম গান ‘জানি না মানে’। যেখানে একসাথে তাল মিলাতে দেখা যায়, টলি অভিনেতা টোটা রায় চৌধুরী এবং বলি অভিনেতা সঙ্গে জনপ্রিয় ডান্সার শান্তনু মহেশ্বরী। সঙ্গে লাল ওয়ান পিসে রূপসী রুপে ধরা দেন লহমা ভট্টাচার্য।
‘জানি না মানে’ গানটি গেয়েছেন কিংবদন্তি উষা উত্থুপ। সেই গানেই ধরা দেন টলি অভিনেত্রী লহমা ভট্টাচার্য। পাশাপাশি, একসঙ্গে নাচের তালে দেখা যায় টোটা রায় চৌধুরী এবং শান্তনু মহেশ্বরীকে। দুজনেই দুর্দান্ত ডান্সার। কিছু ক্ষেত্রে তো টোটাকে তুলনা করা হয় বলি অভিনেতা ঋত্বিক রসানের সঙ্গে। কেন জানেন? বলি অভিনেতা ঋত্বিকের নাচের ফ্যান প্রায় সবাই। আর সেখানে টোটাও নাচে কম যাননা। তাঁর নাচের ফ্যানের লিস্টও কিন্তু লম্বা নয়। এবার ‘জানি না মানে’ গানে একসঙ্গে নাচের তালে দেখা যায় টোটা এবং শান্তনুকে।
আরও পড়ুন: কলকাতা চলচিত্র উৎসবের শেষ দিন কীভাবে উদযাপন হবে জানেন?
পরিচালক প্রতিম ডি গুপ্ত বলেন, “এই সময়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার গানে হয় পুরনো গানের নকল ৷ নাহলে বলিউডের বা দক্ষিণী ছবির অন্ধ প্রভাব দেখা যাচ্ছে। আমাদের ছবির গান ‘জানি না মানে’ একটি নতুন, অনবদ্য ডান্স নম্বর। উষা উত্থুপ মানে আমাদের সবার প্রিয় উষা দি’র গান আর শান্তনু, টোটার নাচ দর্শকদের খুবই পছন্দ হবে বলে আমি আশাবাদী।”
দেখুন অন্য খবর