কলকাতা: আদানি ঘুষ কেলেঙ্কারিতে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় এনিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। চন্দ্রবাবু বলেছেন, তথ্য খতিয়ে দেখে তদন্ত হবে। অভিযোগ উঠেছে, আদানিরা ঘুষ দিয়েছেন অন্ধ্রপ্রদেশ সরকারের উচ্চতম স্তরে। যে সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন জগন্মোহন রেড্ডি (Ys Jagan Mohan Reddy)। ঘুষ কাণ্ডে জগন সরকারের বিরুদ্ধে তদন্তের ইঙ্গিত দিলেন চন্দ্রবাবু। এনডিএ সরকারের শরিক চন্দ্রবাবুর এহেন মন্তব্যের জেরে কেন্দ্রের শাসক জোটে সমস্যা দেখা দিতে পারে।
এক ধাক্কায় লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতি আদানি গোষ্ঠীর(Gautam Adani Group) ৷ বৃহস্পতিবার সংস্থার চেয়ারম্যান শিল্পপতি গৌতম আদানি-সহ 8 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয় নিউইয়র্কের একটি আদালতে৷ যা নিয়ে সরব হয়েছেন সোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আদানিকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। আদানিকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। এবার এনডিএ সরকারের শরিক চন্দ্রবাবু ঘুষ কাণ্ডে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির নাম জড়ালেন। জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশের একজন শীর্ষ কর্মকর্তাও যুক্ত এই ঘুষ কাণ্ডে।
আরও পড়ুন: মোদি এবং আদানি দু’জনেই দুর্নীতিগ্রস্ত, আক্রমণ রাহুলের
সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী টিডিপির জাতীয় মুখপাত্র কে পাত্তাভী রাম বলেন, “বিষয়টি নিয়ে বিধানসভায় কোনও আলোচনা হয়নি।” আমরা মার্কিন আদালতের মামলার কথা শুনেছি। আমরা দু-এক দিনের মধ্যে এটি খতিয়ে দেখব। সূত্র জানিয়েছে যে যদিও অভিযোগ করা হয়েছে যে ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান ওয়াইএস জগন মোহন রেড্ডির সিএম থাকাকালীন সময়ে আদানি গোষ্ঠী ঘুষ দিয়েছিল , সৌরবিদ্যুতের চুক্তিগুলি দখল করার জন্য। কোনও পদক্ষেপ নেওয়ার আগে আমাদের ভালো-মন্দ বিবেচনা করতে হবে। আমরা সাবধানে পা ফেলব, বলেছেন টিডিপি নেতা। এক মন্ত্রী বলেছেন, চন্দ্রবাবু নাইডু নিজে বিনিয়োগের জন্য আদানি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছেন। তিনি সম্প্রতি আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেছেন। এপি-র সৌর শক্তি প্রয়োজন এবং আদানি সোলারের সঙ্গে করা পাওয়ার পারচেজ চুক্তি (পিপিএ) বাতিল করার কোনও অবস্থান নেই। জগান যখন 2019 সালে ক্ষমতায় আসে, তখন তিনি টিডিপি সরকারের তৈরি করা বেশ কয়েকটি পিপিএ বাতিল করেছিলেন। যা রাজ্যে বিদ্যুৎ সংকট সৃষ্টি করেছিল। এমন পরিস্থিতি হোক আমরা চাই না।
অন্য খবর দেখুন