কলকাতা: ‘সুইটহার্ট, আই অ্যাম সিটিং অ্যালোন’…?
কী মনে পড়ে যাচ্ছে তো পুরনো দিনের কথা। আর পড়ে নাই বা কেন আমাদের ৯০ দশকের ছেলে মেয়েদের কাছে ‘চন্দ্রবিন্দু’ (Chandrabindo) শুধু একটা বাংলা ব্যান্ডের গান নয়, বরং ইমোশন। স্কুল ছুট ছেলেবেলার স্মৃতি থেকে ছোট্টবেলার প্রেমের, স্কুল জীবনের ফেলে আসা প্রাক্তনকে খুঁজে চলা সবই মনে করিয়ে দেয় বাংলা ব্যান্ডের গান। সে এক অন্য রকমের মাদকতা। বাংলা ব্যান্ডের ইতিহাসে অনেক ব্যান্ড তৈরি হয়েছে। কত ব্যান্ড ভেঙে গিয়েছে, গান প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। এখনও যে গুটিকয় বাংলা ব্যান্ড টিকে আছে তার অন্যতম হল চন্দ্রবিন্দু। সেই ‘চন্দ্রবিন্দু’-র ১২ বছর পর নতুন অ্যালবাম প্রকাশ পেতে চলেছে।
আরও পড়ুন: জন্মদিনের শুভেচ্ছা, ঋতুপর্ণা সেনগুপ্ত
নব্বইয়ের দশক থেকে বাঙালির প্রজন্মের পর প্রজন্ম ‘চন্দ্রবিন্দু’ শুনে বড় হয়েছে। এখন তাদের কারও বয়স ৪৯ তো কারও বয়স ৩০ পার করছে। কিন্তু গানের প্রতি ভালোবাসা এখনও একই রকম। রেকর্ডের যুগ পেরিয়ে এসেছে অনলাইন মাধ্যম। ক্লান্ত রাতে বাড়ি ফিরতে ফিরতে কানে বাজে ‘বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়…’ এই সব গান বাঙালির নস্ট্যালজিয়া। পুরনো নস্ট্যালজিয়াকে ফেরত আনছে চন্দ্রবিন্দু। প্রথম অ্যালবাম যখন বেরিয়েছিল, সালটা ১৯৯৭। আর শেষ অ্যালবাম ২০১২ সালে। ১২ বছর পর নতুন অ্যালবাম প্রকাশ পেতে চলেছে ‘চন্দ্রবিন্দু’। নতুন অ্যালবাম এর নাম — টালবাসা। নতুন গান দিয়ে ‘রেকর্ড’- সাজিয়ে আসছে শ্রোতাদের জন্য। এএলপি রেকর্ড আকারে প্রকাশ পাচ্ছে ‘চন্দ্রবিন্দু’র নতুন অ্যালবাম ‘টালোবাসা’। একগুচ্ছ নতুন গান ও বাঙালির ইমোশন নিয়ে পুরনো স্বাদে ফিরছে ‘চন্দ্রবিন্দু’। লিমিটেড এডিশনে মোট ৩৫০টি রেকর্ড প্রকাশ করা হবে।
অন্য খবর দেখুন