নয়াদিল্লি: সোমবার সকালে নবনির্বাচিত জম্মু ও কাশ্মীর বিধানসভায় (Jammu and Kashmir Assembly) হট্টগোল শুরু হয়। গত ছয় বছরের মধ্যে প্রথম বিধানসভার অধিবেশন বসে এদিন। পিপলস ডেমোক্রেটিক পার্টির (PDP) বিধায়ক ওয়াহিদ পাররা ২০১৯-এর অগাস্টে হওয়া ৩৭০ ধারা (Article 370) বাতিলের বিরুদ্ধে একটি আশ্চর্যজনক রেজোলিউশন বা প্রস্তাব উত্থাপন করার। তবে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পারার রেজুলেশনের বিরোধিতা করেন। তার স্থগিতাদেশের দাবি করেন। এমনকী ক্ষমতাসীন ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের দল থেকে নির্বাচিত হওয়া স্পিকার রহিম রাথার বলেছেন যে তিনি এখনও কোনও প্রস্তাব স্বীকার করেননি।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আগে বলেছিলেন যে বিজেপি ৩৭০ ধারা পুনরুদ্ধার করবে বলে আশা করা “বোকামি” হবে। এদিন তিনি বলেন, তিনি জানতেন রেজোলিউশন আসছে, বাস্তবতা হল জম্মু কাশ্মীরের লোকেরা ৩৭০ ধারা অনুমোদন করেন না। যদি তাঁরা করতেন, তাহলে আজকে ফলাফল অন্যরকম হতো। তবে মুখ্যমন্ত্রী এটাও বলেন, এই রেজোলিউশনের কোনও গুরুত্ব নেই। এটা ক্যামেরায় দেখানোর জন্য করা হয়েছে। পিডিপি সত্যি এটা চাইলে তাঁদের সঙ্গে আলোচনা করতেন। উল্লেখ্য, গত ছয় বছর আগে বিধানসভা ভেঙে যাওয়ার আগে বিজেপির সঙ্গে জম্মু ও কাশ্মীরে জোট সরকারে ছিল পিডিপি। এরপর জম্মু ও কাশ্মীরকে ৩৭০ ধারা অনুযায়ী দেওয়া বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দিয়ে করা হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। সদ্য হয়ে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও তাদের সহযোগী ছাড়া প্রায় সব রাজনৈতিক দলই ভোটে জিতলে ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।
আরও পড়ুন: ওয়াকফ সংশোধন বিলে এনডিএকে ঝটকা দেবে টিডিপি, জেডিইউ?
দেখুন অন্য খবর: