শান্তিনিকেতনঃ বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে বাঁধে ধুন্ধুমার কাণ্ড। বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে সাফ জানানও হয় রাজনীতি করছে বিজেপি। বিজেপি নেতা ও শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান বাম ছাত্র সংগঠনের সদ্যসেরা। সেখানে বসেই অবস্থান বিক্ষোভ করেন তারা। যদিও এই বিষয়ে এখনও মুখ খলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ আমেরিকাকে পাশে পেয়েও নাজেহাল ইজরায়েল, হিজবুল্লার আক্রমণে জেরবার ইহুদি সেনারা
উল্লেখ্য, আজ বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়া নিয়ে সেখানে ছিল একটি অনুষ্ঠান। আয়োজন করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির রিচার্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন অনির্বাণ গাঙ্গুলীও। সেই অনুষ্ঠানেই অশান্তির সৃষ্টি করেন বাম ছাত্র সংগঠন।
উল্লেখ্য, বিশ্বভারতীতে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। বলা চলে কোনভাবেই যেন বিতর্ক পিছু ছাড়ছেনা। আর সেই আবহেই এবার বাম ছাত্র সংগঠন অভিযোগ তুলল, বিশ্বভারতীতে রাজ চলছে বিজেপির। আর যা ঘিরে বাঁধে ধুন্ধুমার।
দেখুন অন্য খবর