আসানসোল: অবশেষে কয়লা কাণ্ডে গঠন করা হল চার্জ। আজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ছিল কয়লা কাণ্ডের শুনানি। সেখানেই তদন্ত প্রক্রিয়া শেষে গঠন করা হল চার্জ।
এর আগে বহুবার পিছিয়েছে কয়লা কাণ্ডের মামলা। শেষ পর্যন্ত মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে গঠন করা হল চার্জ। এদিন মামলায় মূল অভিযুক্তরা সশরীরে হাজিরা দেন আদালতে। ২৫ নভেম্বর বিচারক রাজেশ চক্রবর্তী এই মামলায় একটি চার্জ গঠন করেন যেখানে তিনি স্পষ্টত নির্দেশ দেন, পরবর্তী শুনানির দিন সশরীরে হাজিরা দিতে হবে কায়লা কাণ্ডের মূল অভিযুক্তদের। সেই মত আজ প্রত্যেক অভিযুক্তই সশরীরে হাজিরা দেন আদালতে। জেলে থাকা বিকাশ মিশ্র ভার্চুয়ালি হাজিরা দেন। এছাড়াও আরও দুজন এদিন ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।
আরও পড়ুন: মুদ্রাস্ফীতিতে হাঁসফাঁস ভারতবাসী, আরবিআইয়ের নতুন গভর্নর কি নতুন কোনও দিশা দেখাবেন?
শুনানি শেষের পর বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়ে দেন এই মামলার পরবর্তী শুনানি হবে ২০২৫ এর ২১ জানুয়ারি। সেদিন থেকে শুরু হবে এই মামলার ট্রায়েল।
কয়লা পাচার মামলায় এর আগে সিবিআইয়ের পক্ষ থেকে তিনটি চার্জশিট আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে জমা দেওয়া হয়। তাতে নাম রয়েছে ৫০ জনের। তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। তাকে সিবিআই এখনও ধরতে পারেনি, তাই চার্জশিটে পলাতক দেখানো হয়েছে। কয়লা কাণ্ডের শুনানি চলাকালীন একজন মারা গেছেন। যে কারণে সিবিআইয়ের মোট ৪৮ জনের নামে চার্জ গঠন করার কথা। ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা আদালতে জানিয়েছে সিবিআই । এই ৪৮ জনের মধ্যে ব্যক্তিগত বা ইনডিভিজুয়াল তিনজনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হল এই বিকাশ মিশ্র। বাকি দুজন হলো অনুপ মাজি ওরফে লালা ও রত্নেশ্বর ভার্মা ওরফে রত্নেশ।
দেখুন অন্য খবর