কলকাতা: বাংলাদেশের (Bangladesh) সাংসদ (MP) আনোয়ারুল আজিমকে নিউটাউনে (Newtown) খুনের ঘটনায় চার্জশিট (Chargesheet) জমা দিল সিআইডি। বারাসত জেলা আদালতে ১২০০ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে সোমবার এই তথ্য জানা গিয়েছে।
গত ১২ মে কলকাতা এসেছিলেন ওই সাংসদ। নিউটাউনের একটি ফ্ল্যাটে পরের দিন তিনি খুন হন। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল। গত ২৩ মে ওই ঘটনায় জিহাদ হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছিল সিআইডি। পরে সিয়াম হোসেন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নিয়ে সাংসদের দেহাংশ খুঁজে পেতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে তল্লাশি চালিয়েছিল পুলিশ। জানা গিয়েছে, ওই সাংসদ খুনে অন্যতম প্রধান অভিযুক্ত আখতারুজ্জামানকে এখনও গ্রেফতার করা যায়নি।
আরও পড়ুন: ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে
আরও খবর দেখুন