কলকাতা: দরজায় কড়া নাড়ছে দূর্গাপুজো (Durga Puja 2024)। শহরে পুজোর প্রস্তুতি প্রায় শেষের দিকে। শহরের নজরকাড়া থিম পুজোর মধ্যে চেতলা অগ্রণী। এ বছর তাদের থিম ‘গঙ্গা দূষণ রোধে’। ৩৩ বর্ষে পা দিয়েছে এবার চেতলা অগ্রণী ক্লাব । এবাবের পুজোয় চেতলা অগ্রণীর (Chetla Agrani Durga Puja 2024) সৌজন্যে কলকাতায় বসেই ঘুরে নিতে পারবেন বেনারস-হরিদ্বার। এই ক্লাবের থিমে ধরা পড়বে গঙ্গাও। পুজো আসতে আরমাত্র কয়েকটা দিন বাকি। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। মণ্ডপে ঠাকুরও এসে গিয়েছে। জোরকদমে চলছে মণ্ডপসজ্জার প্রস্তুতি ।
আরও পড়ুন: এই বাড়ির পুজোতে সপ্তমী থেকে দশমীর দড়ি দিয়ে বেঁধে রাখা হয় প্রতিমাকে
চলতি বছরও শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় সেজে উঠছে মণ্ডপ । মণ্ডপে গেলেই কাশী ঘাটের অনুভূতি মিলবে। মণ্ডপে সাজিয়ে তোলা হচ্ছে বেনারস, হরিদ্বারের ঘাট। মণ্ডপের চারপাশে চোখ রাখলেই দেখা যাবে বহমান গঙ্গা। প্রযুক্তির মাধ্যমে গঙ্গার ঢেউও ক্রিয়েট করা হবে। সবথেকে আকর্ষণী বিষয় গঙ্গা আরতিও দেখানো হবে। শিল্পী জানাচ্ছেন, ফিরহাদ হাকিম প্রথম বলেছিলেন গঙ্গা দূষণ নিয়ে যদি কিছু করা যায়। সেখান থেকে ভাবনা। গঙ্গা জল সবসময় সবকিছুতে লাগে। গঙ্গাজল ছাড়া কোনও পুজো হয় না । গঙ্গায় যেভাবে দিনদিন দূষণ বাড়ছে, সেই বিষয়ে সচেতনতা প্রচারে এবারের থিমে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে । শিল্পীর কথায়, গঙ্গাপাড়ের উপলব্ধি যাতে মানুষ পেতে পারেন, সেটাই মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ।
অন্য খবর দেখুন