নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি সর্বব্যাপী সত্তা হয়ে উঠেছে। আদালতের কক্ষ সহ প্রায় সর্বত্র কর্মক্ষেত্র দখল করে নিচ্ছে। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ন্যাশনাল জুডিশিয়াল মিউজিয়াম এবং সংরক্ষণাগারের উদ্বোধনী অনুষ্ঠানে একজন এআই আইনজীবীর সঙ্গে মতবিনিময় করেন। চন্দ্রচূড় এআই আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলেন, ভারতে মৃত্যুদণ্ড সাংবিধানিক কি না। তাতে এআই আইনজীবী বলেন হ্যাঁ, মৃত্যুদণ্ড ভারতে সাংবিধানিক। চন্দ্রচূড় এর আগে এআই এর ক্ষমতা সম্পর্কে কথা বলেছেন। পাশাপাশি ন্যায়বিচার প্রদানে প্রযুক্তির ব্যবহারের পক্ষে কথা বলেছেন। জাদুঘর উদ্বোধনকালে তিনি বলেন, এটি ধারণা ও পরিকল্পনায় প্রায় দেড় বছর লেগেছে। বাস্তবায়নে প্রায় ছয় মাস সময় লেগেছে।
প্রধান বিচারপতি বলেন, এটি রেকর্ড সময়ের মধ্যে করা হয়েছে। আমরা ভেবেছিলাম যে আমাদের নাগরিকদের ন্যায়বিচার প্রদানে এবং মৌলিক সুরক্ষার ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান এবং উচ্চ আদালতের গুরুত্ব তুলে ধরার জন্য আমাদের অবশ্যই আন্তর্জাতিকভাবে সেরা একটি জাদুঘর হতে হবে। চন্দ্রচূড় ১০ নভেম্বর ভারতের ৫০ তম প্রধান বিচারপতি হিসাবে অবসর নিতে চলেছেন এবং বিচারপতি সঞ্জীব খান্না তাঁর স্থলাভিষিক্ত হবেন৷
আরও পড়ুন: মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ শরদ পওয়ারের
দেখুন অন্য খবর: