কলকাতা: আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) লালবাজার (Lalbazar) অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রী-স্বাস্থ্য সচিব বৈঠক। মূলত পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের বৈঠক। রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে পরিষেবা কেমন চলছে? স্বাস্থ্য সচিবের থেকে জেনে নেন মুখ্যমন্ত্রী বলেই সূত্রের খবর।
কোন কোন হাসপাতালে কোথায় কোথায় পরিষেবা ব্যাহত হচ্ছে? অস্ত্রোপচার সব জায়গায় হচ্ছে? প্রত্যেকটি হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি কেমন? স্বাস্থ্য সচিবের থেকে জানতে চান মুখ্যমন্ত্রী বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: মুর্শিদাবাদে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
হাসপাতালগুলি নিরাপত্তা সহ বিভিন্ন প্রস্তাব নিয়ে খুব শীঘ্রই অর্থের অনুমোদন। স্বাস্থ্য সচিবকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্য সচিবের সঙ্গেও পৃথক বৈঠক স্বাস্থ্য সচিবের।
আরও খবর দেখুন