কলকাতা: আর জি করে (RG Kar Medical College) তরুণী চিকিৎসকরের (Medical Student) মৃত্যুতে উত্তাল হাসপাতাল চত্বর। মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে হাসপাতালের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। আর এবার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত ওই পড়ুয়ার বাবা-মার সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চার তলার সেমিনার হল থেকে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধারকে ঘিরে উত্তাল হয়ে ওঠে আর জি কর মেডিক্যাল কলেজ। পরিস্থিতি সামলাতে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। খবর পেয়ে সকালেই হাসপাতালে পৌঁছে যান তাঁর বাবা, মা। এদিন বিকেলেই পরিবারের সঙ্গে যোগাযোগ করলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকের বাবা জানিয়েছেন, তাঁদের ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, যতটা পারেন, চেষ্টা করবেন।
আরও পড়ুন: আরজি করে ছাত্রী মৃত্যু কাণ্ডে তদন্ত কমিটি গঠন
ইতিমধ্যেই এই ঘটনায় হস্তক্ষেপ করেছে স্বাস্থ্য সচিব। খোদ স্বাস্থ্য সচিবও যান আরজি করে। হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ট জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্ত হবে। ময়নাতদন্ত হবে। তার ভিডিওগ্রাফি করা হবে। আমরাও চাই, সত্যি সামনে আসুক। ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন। ডিন অফ স্টুডেন্টস সহ ১১ জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য দিকে, ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে শুক্রবার কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। বিচারবিভাগীয় তদন্ত-সহ একাধিক দাবি তুলেছেন তাঁরা। জানিয়েছেন, এই দাবি না মেটা পর্যন্ত চলবে কর্মবিরতি।
অন্য খবর দেখুন