skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollমুখ্যমন্ত্রী, তৃণমূলে পুরো ভরসা আছে, সুকান্তর দরাজ প্রশংসা!  
Sukanta Mazumdar

মুখ্যমন্ত্রী, তৃণমূলে পুরো ভরসা আছে, সুকান্তর দরাজ প্রশংসা!  

বন্যাকবলিত আমতা দুনম্বর ব্লকে ওই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি

Follow Us :

 কলকাতা: মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের উপরে পুরো ভরসা আছে। এই কথা বলে অনেককে চমকে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আসলে রাজ্যে শিল্পের জন্য বিনিয়োগ প্রসঙ্গে রাজ্য সরকার ও শাসকদলকে কটাক্ষ করলেন তিনি। ওই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে আমাদের আসন কমে গিয়েছে। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকায় গিয়ে কলকাতার কথা ভেবেছেন। সেমি কন্ডাক্টরের কথা ভেবেছেন। যদিও মুখ্যমন্ত্রী ও তৃণমূলের উপর আমার পুরো ভরসা আছে। ওই ফ্যাক্টরি এখানে প্রতিষ্ঠা হওয়ার পর তৃণমূলের তোলাবাজির খেলায় ছয়মাসের মধ্যে ওই কোম্পানি এখান থেকে বেঙ্গালুরু বা উত্তরপ্রদেশে চলে যাবে। তোলাবাজি বন্ধ না করলে এখানে কোনও শিল্প হবে না। শিল্পপতি কি তোলাবাজদের সঙ্গে কথা বলার জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। বন্যাকবলিত আমতা দুনম্বর ব্লকে ওই মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: অভিযুক্তকে সংশোধনের সুযোগ সন্ত্রাসবাদী অপরাধে কার্যকর নয়: জম্মু ও কাশ্মীর হাইকোর্ট

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular