কলকাতা: দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে (Meeting) মুখ্যসচিব (Chief Secretary)। দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক করলেন মুখ্যসচিব। ডিভিসি কী পরিমাণ জল ছাড়ছে তা নজর রাখতে হবে। জলমগ্ন এলাকাগুলিতে ত্রাণ বিলি করতে হবে। ইতিমধ্যেই ৫ হাজার ত্রিপল বিলি করা হয়েছে। যে বাড়িগুলি ভেঙে পড়েছে তাদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ মুখ্যসচিবের জেলাশাসকদের। বিদ্যুৎপৃষ্ট হয়ে যাতে কোনও ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যেখানে যেখানে জল জমছে সেখানে পাম্প ব্যবহার করে জল বের করতে হবে। দ্রুততার সঙ্গে তা করতে হবে। কোন কোন এলাকায় জল বাড়ছে তা নিয়ে প্রতিনিয়ত রিপোর্ট দিতে হবে নবান্নকে। জেলাশাসকদের বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের। বিকেল ৫ টা থেকে নবান্নে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যসচিব জেলাশাসকদের নিয়ে। সেই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)