কলকাতা: টলিউডে সবথেকে এলিজিবল ব্যাচেলর বলা যায় দেব (Dev)। অভিনেতার ফ্যানফলোয়ারের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। অভিনেতা রুক্মিণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। এবার রুক্মিনীর আরেক প্রতিদ্বন্দ্বী হাজির। বিয়ে করলে নাকি দেবকেই করবে। এমনটাই নাকি ঠিক করেছেন তিনি। শয়ণে স্বপ্নে শুধুই দেবকে দেখতে পাচ্ছে। কী ভাবছেন কার কথা হচ্ছে ? সে আর কেউ নয় ছোট্ট আমেয়া বসু। সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ (Tekka) ছবির ট্রেলারে ‘অপহরণকারী’ দেবের কোলে যে একরত্তি মেয়েটিকে দেখছেন, প্রাক্তন ক্রিকেটার রণজয় বসুর মেয়ে আমেয়া বসু (Child Actress Ameya Bose)।
আরও পড়ুন:গার্ল গ্যাংয়ের সঙ্গে ছুটির মুডে রুক্মিণী
‘টেক্কা’ ছবির ট্রেলারে ‘অপহরণকারী’ দেবের কোলে যে একরত্তি মেয়েটিকে দেখছেন তো। সে প্রাক্তন ক্রিকেটার রণজয় বসুর মেয়ে আমেয়া বসু। আর মাত্র পাঁচদিন শুটিং করেই নাকি দেবকে চোখে হারাচ্ছে খুদে অভিনেত্রী। তার চোখে নাকি সেরা পুরুষ দেবই। ছবিতে অভিনয়ের পর তার মন জুড়ে শুধুই দেব আর দেব! অভিনেতার আকর্ষণে এতটাই যে, বিয়ে করলে কেবল প্রিয় অভিনেতাকেই করবে সে। শোনা যাচ্ছে, দেবও নাকি তাকে চোখে হারাতেন। শুটিংয়ের বাইরেও আমেয়াকে নাকি সারাক্ষণ কোলে করে ঘুরতেন দেব। শুধু তার জন্য প্রতি দিন আনাতেন নানা স্বাদের চকোলেট।
অন্য খবর দেখুন