skip to content
Sunday, February 9, 2025
HomeScrollশেখ হাসিনার পতন, আগেই জানত চীন?
Sheikh Hasina

শেখ হাসিনার পতন, আগেই জানত চীন?

হাসিনার তৃতীয় মেয়াদের পর থেকেই সতর্ক হয় বেজিং, দাবি বাংলাদেশের সংবাদমাধ্যমের

Follow Us :

ওয়েব ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের জন্য অনেকেই পাকিস্তান ও চীনের (China) ইন্ধন থাকতে পারে বলে জানিয়েছিলেন। এমনকী গত পাঁচ অগাস্ট ওই ঘটনার পরপরই হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের কথাতেও এই অভিযোগ শোনা গিয়েছিল। এবার বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে দাবি, চীন আগে থেকেই জানতে পেরেছিল শেখ হাসিনা সরকারের পতন হতে চলেছে। সেই জন্য বাংলাদেশের সঙ্গে বিভিন্ন চুক্তি সংক্রান্ত বিষয়েও দূরত্ব বাড়ায়।

বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। আওয়ামি লিগ (Awami League), জাতীয় পার্টি ও জোটসঙ্গীরা ২৮৮টি আসন পায়। বিএনপি ও ঐক্যফ্রন্টের ঝুলিতে যায় সাতটি আসন। অন্যরা পায় বাকি তিনটি আসন। ওই নির্বাচনের মাধ্যমে তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসেন আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনা। বিতর্কে পরিপূর্ণ ওই নির্বাচনে অভিনন্দন জানিয়েছিল চীন। পর দিনই ৩১ ডিসেম্বর গণভবনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের অভিনন্দনবার্তা পৌঁছে দেন চীনের রাষ্ট্রদূত। ওই নির্বাচনের আগে পর্যন্ত বাংলাদেশের সঙ্গে বড় আকারের ঋণ দেওয়ার ও বিভিন্ন প্রতিশ্রুতির চুক্তিতে ছিল চীন। ২০১৯ সাল থেকে ২০২০৩ সাল পর্যন্তও নিয়মিত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি, অর্থ ছাড়ের কথা দিয়েছিল চীন। কিন্তু ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত সরকারি পর্যায়ে কোনও ধরনের পরিকাঠামো, ঋণ দেওয়ার প্রতিশ্রুতিতে চুক্তি ও অর্থছাড় দিতে দেখা যায়নি দেশটিকে।

আরও পড়ুন: সংখ্যালঘু নির্যাতনে ‘নো টলারেন্স’! নতুন পদক্ষেপ নিচ্ছে ইউনুস সরকার

আন্তর্জাতিক ও কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভঙ্গুরতার ক্ষেত্রগুলি আগেই বুঝতে পেরেছিল চীন। সেকারণে গত জানুয়ারি মাসে নির্বাচনের পর চীন সফরে পরিকাঠামো খাতে উল্লেখযোগ্য তেমন কোনও ঋণচুক্তির ঘোষণা হয়নি।  নির্ধারিত কর্মসূচির শেষের আগেই দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যায়লয়ের অধ্যাপক ড, সামসাদ মর্তুজা বলেন, সার্বিকভাবে এখন চীন পরিস্থিতির বিবেচনা করছে। চীন এখন আমেরিকার মতো ডেস্ক ওয়ার্ক করে যার মাধ্যমে কী হয়েছিল ও কী হতে যাচ্ছে তার ধারাবাহিক বিশ্লেষণ তাদের থাকে। নতুন বিনিয়োগ থেকে চীন বিরত থেকেছে। এক বিশ্লেষকের কথায়, ধারণা করা যায় যখন থেকে চীন বুঝতে পেরেছে যে অর্থনীতির সূচকে বাংলাদেশ ভালো করছে না। চীন নিজেদের সরিয়ে নিয়েছে।

দেখুন অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular