বাংলাদেশ: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলে তাঁকে কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করতে শুরু করেন তাঁর অনুগামীরা। প্রায় ২ ঘণ্টা ধরে অবরোধের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম নামে এক আইনজিবী নিহত হয়েছেন বলে জানা যায়। চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিমুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া এই সংঘর্ষের জেরে আরও অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। যার মধ্যে ১০ থেকে ১২ জন পুলিশি সদস্য রয়েছে বলে জানা গিয়েছে। সনাতন ধর্মাবলম্বি এই নেতাকে সোমবার বিকেলে ঢাকার হজরত সাজাল্লাল বিমানবন্দর থেকে আটকের পরপরই, এটি নিয়ে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। এমনকি হিন্দুদের ধর্মীয় স্থান ইসকন বন্ধের প্রস্তাবও দেওয়া হয় সেখানকার বিরোধীদের পক্ষ থেকে। সেই নিয়ে উদ্বেগ প্রাকাশ করতে দেখা যায় ভারতের পক্ষ থেকেও। আর এই মামলার আজ শুনানি ছিল বাংলাদেশ হাইকোর্টে। সেখানে স্পষ্টত ইসকন বন্ধের আর্জি খারিজ করে দেওয়া হয়।
সোমবার রাতেই রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে বিক্ষোভের খবর পাওয়া যায়। রংপুরে বিক্ষোভ মিছিল থেকে বিএনপি নেতা কর্মী ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগ ওঠে। চট্টগ্রামের পুন্দরিধামের অধ্যক্ষ চিন্ময়ের সাবেক সংগঠন ইসকনের পাশাপাশি উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত সরকারও। এমনকি দেশের শাসকদল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের নেতারা প্রতিবাদ জানিয়ে মিছিলও করেছেন।
আরও পড়ুনঃ ‘বীরাঙ্গনা’ সম্মান পেল আলিপুরদুয়ারের তিন কন্যা
বাংলাদেশ সরকারের তরফ থেকেও এই বিষয়ে অবস্থান তুলে ধরা হয়েছে। স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মহাম্মদ সাজিব ভুঁইয়া বলেছেন, রাষ্ট্রদ্রোহের মত ঘটনায় যুক্ত থাকলে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।
যে মামলায় গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে জানুন বিস্তারির
গত ৫ অগাস্ট আওয়িমি লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে ৮ দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ সহ নানান কর্মসূচী পালন করে আসছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোট। ওই জোটের মুখপাত্র হিসেবে বেশ সক্রিয় ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। গত ২৫ অক্টবর চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভার পর ৩০ অক্টবর তিনি সহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা রুজু করা হয়। নগরিক নিউ মার্কেট এলাকায় একটি স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে এই মামলা করেন ফিরোজ খান নামে এক বিএনপি নেতা। ফিরোজ খানকে পরে দল থেকে বহিষ্কার করা হয়।
প্রসঙ্গত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসকন থেকে গত জুলাই মাসে বহিস্কার হন চিন্ময় কৃষ্ণ দাসও। মঙ্গলবার চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে তাঁকে হাজির করা হলে, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক কাজী সরিফুল ইসলাম। তবে জামিন নাকচ করলেও তাঁর কারাগারে তিনি ধর্মীয় রীতিনীতি পালন করবেন বলে আবেদন করেছিলেন আদালতে, সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। যদিও চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা সোশ্যাল মিডিয়াতে দাবি করেছেন ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। আর এই নিয়েই বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বিরা বিক্ষোভে সামিল হয়েছেন, পাশাপাশি ভারতেও চলছে বিক্ষোভ।
আজ বাংলাদেশ হাইকোর্টে ইসকন বন্ধ করার আবেদন সংক্রান্ত মামলায় বিচারপতি জানান, স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কোন নির্দেশ দেবেনা। এবং ইসকন বন্ধের আর্জি নিষিদ্ধ করে দেওয়া হয়।
দেখুন অন্য খবর