নদিয়া: পারিবারিক বিবাদ থেকে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। এবার বাস্তবেও তেমন ঘটনা ঘটল। পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে বচসা থেকে হাতাহাতি এবং এলোপাতাড়ি মারধোর। ঘটনায় গুরুতর আহত দুই পক্ষের চার জন। নদিয়া জেলার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েত এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ধারা পরিবারের দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে ঝামেলা চলছিল। মঙ্গলবার সেই ঝামেলা চরমে পৌঁছয়। প্রথমে বচসা বাঁধে, তারপর শুরু হাতাহাতি। এতে দুই পক্ষের মোট চার জন গুরুতর আহত হয়েছেন। প্রত্যেকেই শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: মেয়ের বিয়েতে ঝগড়া, মা’কে গুলি করল বাবা
ঘটনায় আহত সুজিত ধারার অভিযোগ, তিনি যখন জমিতে জল দিতে গিয়েছিলেন, তখন কাদন ধারা লোকজন নিয়ে তার উপর চড়াও হয় এবং লাঠি ও ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধোর করে। ঘটনায় তাঁর মাথায় ৪টি সেলাই পড়েছে বলেও অভিযোগ ওঠে। যদিও এই বিষয়ে সুজিত ধারার দাদা খোকন ধারা যিনি তৃণমূলের বুথ সভাপতি, তিনি জানান রামু ধারা নামে স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য দুষ্কৃতীদের সহযোগিতায় এই ঘটনা ঘটিয়েছে। তবে অপরদিকে অভিযুক্ত কাদন ধারার বক্তব্য তাঁকে এবং তাঁর বাড়ির সদস্যদের বেধড়ক মারধোর করা হয়েছে। কাদন ধারা নিজেও গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে সুজিত ধারার পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। আহতদের সঙ্গে কথা বলে এবং দুই পক্ষের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
দেখুন আরও খবর: