ইসলামাবাদ: সেনা ও পুলিশের সঙ্গে ইমরান খান সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ইতিমধ্যে, এই ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে এখানেই শেষ হয়নি উত্তেজনা। জানা গিয়েছে, পাকিস্তানের রাজধানীতে বেশ কিছু গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে গুলি ও ঢিল ছোড়ার ঘটনাও সেখানে ঘটেছে বলে খবর। ঘটনার সূত্রপাত হয় রবিবার। এদিন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলে পা মেলান ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ দলের কর্মী ও সমর্থকরা। সেদিন সন্ধ্যায় তাঁরা ইসলামাবাদে পৌঁছন। সেখান থেকে বিক্ষোভকারীরা আরও এগিয়ে যেতে চাইলে তাঁদের আটকানোর জন্য নামানো হয় সেনা। এরপরই পুলিশ ও সেনার সঙ্গে সংঘর্ষ শুরু হয় ইমরান সমর্থকদের।
আরও পড়ুন: চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে সরব বাংলাদেশের হিন্দুরা
সূত্রের খবর, সংঘর্ষ চলাকালীন গুলিও চালায় বিক্ষোভকারীরা। সেই গুলিতে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা অনেক। সরকারি হিসেবে, ১১৯ জনের জখম হওয়ার খবর মিলেছে। অনেক গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পরে কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। এমনকি, পাকিস্তানী সেনা এমনও নির্দেশ দিয়েছে যে, ইমরান খানের সমর্থকদের দেখা মাত্রই যেন গুলি করা হয়। তবে ‘গুলির নির্দেশ’-এর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। কিন্তু এই ঘটনার জেরে যে পাকিস্তানে ফের ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, তা একবাক্যে বলাই যায়।
দেখুন আরও খবর: