নদিয়া: সরস্বতী প্রতিমার নিরঞ্জনকে কেন্দ্র করে উত্তাল হতে দেখা গেল কৃষ্ণনগরকে। দুই ক্লাবের মধ্যে বাঁধে বচসা। মারামারি, গন্ডগোলে আহত হয় ২ জন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তরফ থেকে চলে লাঠিচার্জও।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তা পরীক্ষার্থী
পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগর দাসপাড়া এবং তুফান সঙ্ঘের মধ্যে বাঁধে বচসা। ঠাকুর নিরঞ্জনের পথে যাওয়ার সময় দুটি বারোয়ারি সদস্যদের মধ্যে শুরু হয় হাতাহাতি। সেই ঘটনা পৌঁছে যায় মারামারিতে। ঘটনায় আহত হন ২ জন। পুলিশ তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে। তবে শুধুমাত্র এই দুই ক্লাব ঘিরেই অশান্তি ছড়ায় না, গোটা কৃষ্ণনগর জুরে ধরা পরে বিক্ষিপ্ত অশান্তির ছবি। আর এই পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় পুলিশকে করতে হয় লাঠিচার্জ।
দেখুন অন্য খবর