skip to content
Wednesday, November 13, 2024
HomeScrollবাংলা-সহ ৫টি ভাষাকে ক্লাসিক্যাল মর্যাদা কেন্দ্রের
Classical Bengali language

বাংলা-সহ ৫টি ভাষাকে ক্লাসিক্যাল মর্যাদা কেন্দ্রের

এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী

Follow Us :

কলকাতা: দেবীপক্ষে বাঙালিদের জন্য এল উপহার। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর আগে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিল বাংলার সরকার। সেই আবেদনকে মান্যতা দিল মোদি সরকার। এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বাংলাই নয়। আরও পাঁচটি আঞ্চলিক ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে, মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়া।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে প্রতিবাদের নামে অশালীন পথ নাটিকা

সাহিত্য অ্যাকাডেমি নিয়ন্ত্রণাধীন Linguistics Experts Committee গত ২৫ জুলাইয়ের বৈঠকে বাংলা-সহ মোট পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রকের তরফে এই সুখবর শোনানো হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী স্যোশাল মিডিয়ায় পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। মমতা লেখেন, এতদিনের লড়াইয়ের পর অবশেষে জয় পেল আমাদের প্রাণের ভাষা। বাংলাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়ার নেপথ্যে বাঙালিদের গবেষণাকে স্বীকৃতি গুরুত্ব দিল কেন্দ্র। দেবীপক্ষের সূচনায় এই সুখবরে খুশি বাঙালি। বিশেষজ্ঞদের মতে ধ্রুপদী ভাষার মর্যাদার কারণে পেশাদারী ক্ষেত্রে বাংলার ব্যবহারিক প্রয়োগ আরও যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। অনেকে বলছেন, এটা বাঙালির পুজোর উপহার।

 দেখুন ভিডিও 

YouTube player
RELATED ARTICLES

Most Popular