‘খেলা হবে’ এখন তাঁর অন্যতম প্রিয় স্লোগান। তাঁর দলের অতি প্রিয় ট্যাগ লাইনও বটে ।রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা ভালোবাসেন। খেলোয়াড়দের ভালোবাসেন। ভালোবাসেন মোহনবাগান,ইস্ট বেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং ক্লাবকেও। এমনকি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকেও। শুভ বিজয়ার অভিনব ভাবনায় মিস্টির সম্ভার এই চার সংস্থায় পৌঁছে যেতেই আরও একবার প্রমাণিত হল, মাঠ-ময়দান তাঁর কতোটা হৃদয়ের কাছে।
আরও পড়ুন:লক্ষ্মী যখন আসবে…..
ইস্ট বেঙ্গলের জন্য বিশেষ লাল-হলুদ রংয়ের সন্দেশ নিয়ে ময়দানে ক্লাব তাঁবুতে হাজির হন মুখ্যমন্ত্রীর ছোটো ভাই স্বপন(বাবুন)বন্দ্যোপাধ্যায়। তিনি আবার তৃণমুলের স্পোর্টস সেলের কর্ণধার। পরে, ইস্ট বেঙ্গলের এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য দেবব্রত সরকার(নীতু)এই প্রসঙ্গে বললেন, ‘মাননীয়ার মন-হৃদয়ের কতো কাছে মাঠ-ময়দান তা প্রতি মুহুর্তে আমরা টের পাই। সবসময় তাঁর মঙ্গল কামনা করি’।

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ১০০ উদযাপন বছরের কথা মনে রেখে ১০০টি রসগোল্লা সমেত লাল-হলুদ রংয়ের হাঁড়ি পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর ভবানীপুরের বাড়িতে।
মহমেডান ক্লাবের প্রথম সারির কর্তা কামারুদ্দিনের হাতে তুলে দেওয়া ক্লাবের রং সাদা-কালো সন্দেশ। পরে তিনি জানান,‘দিদি, সারাক্ষণ ময়দানের সকলের পাশে থাকেন। আমরা অভিভূত এবারও’। ক্লাবের পক্ষ থেকে বিজয়ার মিষ্টি পাঠানো হয়েছে।
মোহনবাগানের দুই শীর্ষস্থানীয় কর্তা সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্ত কলকাতার বাইরে। তাই ক্লাবে হয়ে সবুজ-মেরুন রংয়ের সন্দেশ স্বপন নিজেই ফুটবল সচিব হয়ে তা গ্রহন করেন ক্লাবেরই প্রাক্তন ম্যানেজার সোমনাথ পালের হাত থেকে।এছাড়া বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের(BOA)কাছে পৌঁছে যায় বিজয়ার শুভেচ্ছাসহ মিষ্টি।
আরও পড়ুন: Bengal Team: নয়া নেতা সুদীপ,খেলবেন ঋদ্ধি, বাদ অর্ণব
সিএবিতে সোমবার ছিল অ্যাপেক্স কাউন্সিলের সভা। সংস্থার সভাপতি অভিষেক ডালমিয়ার হয়ে বাংলা রঞ্জি দলের কোচ সৌরাশিস লাহিড়ী মাননীয়ার পাঠেনো বিজয়ার মিষ্টি গ্রহন করেন। পরে সংস্থার সভাপতি অভিষেক জানালেন,ওঁনার আর্শীবাদ আর শুভেচ্ছা আমাদের বাড়তি অনুপ্রেরণা দেয়। এবারও পেলাম। যে কোনও সাহায্য চাইলে উনি আমাদের পাশে থাকেন। আমরা ইডেন সংস্কার করতে চলেছি। ওঁনার কাছে যাব,উনি সময় দিলেই। তখন বিজয়ার প্রণাম সেরে নেবো। অগ্রিম দিওয়ালি সেরেও নিতে পারি’।
মাঠ-ময়দান মাননীয়া মুখ্যমন্ত্রীর এমন বিজয়া শুভেচ্ছায় মজে মিষ্টি মুখ সেরেছে।