বসিরহাট: সীমান্তে (Border) বেহাল সেতু (Bridge) দিয়ে যাতায়াত, সমস্যায় এলাকাবাসী। বসিরহাটের (Basirhat) স্বরূপনগর ব্লকের বালতি-নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বোয়ারঘাটায় কাঠের সেতুর বেহাল অবস্থা। যার জেরে চরম সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ। গ্রামের ছাত্র-ছাত্রীরা স্কুলে যাতায়াত করে প্রতিদিন এই সেতু পেরিয়েই। হেঁটে গেলও সেতুটা নড়তে থাকে। আর সাইকেল কিংবা বাইকে চেপে গেলে তো ভয়ে প্রাণ ওষ্ঠাগত।
সেতুর মাঝ থেকে খসে পড়েছে কাঠের অংশ, আবার কোনও কোনও অংশে ব্যারিকেড ভেঙে জলে মিশে গিয়েছে। স্থানীয়রা বিপদের মধ্যে পড়লেও তারা বাধ্য হয়ে বলেন এই পথ ছাড়া আর অন্য রাস্তাই বা কোথায়? তাই বাধ্য হয়ে প্রাণ হাতে করে এক প্রকার কাঠের সেতু দিয়ে চলে যাতায়াত। গ্রামবাসীদের প্রতিদিন বসিরহাট থেকে বনগাঁ দুটি প্রধান শহরে যাওয়ার অন্যতম মাধ্যম এই সেতু। কাঠের সেতুর বেহাল অবস্থা নিয়ে বেজায় চটেছেন এলাকাবাসী।
আরও পড়ুন: গ্রেফতারি সময়ের অপেক্ষা ছিল, বক্তব্য সুকান্তর
যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিকুন নাহার বলেন, ঘটনাটি জানতে পেরে পঞ্চায়েতের তরফে আমরা সেতুটি কিছুটা সংস্কার করেছি। খুব শীঘ্রই সেতুটি সম্পূর্ণ সংস্কার করা হবে। দীর্ঘদিনের এই সমস্যার অবসান কবে ঘটবে? কবে ভাঙবে স্থানীয় প্রশাসনের এই ঘুম? সেদিকেই তাকিয়ে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ।
আরও খবর দেখুন