কলকাতা: সিআইএসএফের (CISF) ঘেরাটোপে আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) হস্টেলে (Hostel) হামলা। অভিযোগ তুললেন জুনিয়র ডাক্তাররা। ঘটনায় টালা থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এক ডাক্তার পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সোমবার এই ঘটনা ঘটে বলে অভিযোগ। উল্লেখ্য, এর আগে ১৪ অগাস্ট রাত দখলের কর্মসূচির সময় আরজি কর হাসপাতালে ভাঙচুরের অভিযোগ ওঠে। ভাঙচুর চালিয়েছিল বহিরাগতরা। গত ২০ অগাস্ট হাসপাতালের নিরাপত্তার জন্য সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২২ অগাস্ট থেকে আরজি করের নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দুই কোম্পানি সিআইএসএফকে।
আরও পড়ুন: কথা বলতে চাইলে জানানো হোক, ডাক্তারদের কাজে ফেরার বার্তা মমতার
জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) কাজে ফিরতে বলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন, এবার নবান্নে সাংবাদিক বৈঠকে এদিনই অনুরোধ করেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের প্রতি সহানুভূতি রয়েছে। আমরা চাইছি, বন্ধু বা ভাইবোন হিসেবে ওঁরা যেন আবার কাজ শুরু করেন। সুপ্রিম কোর্ট সবাইকে কাজে ফিরতে বলেছে। এও বলেছে, কাজে ফিরলে সবাই উপকৃত হবেন। কাল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তাররা যাতে কাজে ফেরেন তা নিয়ে আজ মুখ্যমন্ত্রীও অনুরোধ করছেন। আমরা একই কথা বলছি।
আরও খবর দেখুন