কলকাতা: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে আরও একটি মামলা হল। দুই ছাত্রকে খুনের অভিযোগে হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে মামলা (Case)। কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ শোহরাওয়ার্দি কলেজের দুই পড়ুয়াকে খুনের অভিযোগে এই মামলা হয়েছে বলে বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে রবিবার জানা গিয়েছে। রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন বেগম মামলাটি করেন। অভিযোগ এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। এখনও পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা, চট্টচগ্রাম, বগুড়া ও জয়পুরহাটে ১১টি মামলা হয়েছে। ১০টি খুনের ও একটি অপহরণের মামলা।
সমস্যা বাড়ছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে আসা বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)। অটো রিকশ চালক খুনের পর মাদ্রাসা শিক্ষার্থী খুন। বাংলাদেশে একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনার নামে। একইসঙ্গে তাঁর ঘনিষ্ঠ সরকারি আধিকারিক ও তাঁর দল আওয়ামি লিগের শীর্ষ নেতাদের নামে মামলা হচ্ছে।
আরও পড়ুন: হাসপাতাল চত্বরে মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিশ
আরও খবর দেখুন