বৃহস্পতিবার মুক্তি পাবে ‘পুষ্পা ২’ (Pushpa 2)। অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত দক্ষিণী ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই বাড়ছে ছবির অগ্রিম টিকিট বিক্রি। তার মধ্যেই অল্লুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। ঠিক কী কারণে এফআইআর? জেনে নিন বিস্তারিত…।
আরও পড়ুন: অন্নসংস্থানের জন্য বাধ্য হয়ে ফুটপাতে খাবারের স্টল দিলেন নামী টেলি-পরিচালক! ভাইরাল ভিডিও
জনপ্রিয় তারকা অল্লু নিজেকে ‘আর্মি’ হিসেবে উল্লেখ করেন। অভিনেতার ভক্তদের জন্য ব্যবহার করা এই আদুরে বিশেষণ নিয়েই সম্প্রতি আপত্তি উঠেছে। সূত্রের খবর, অনুরাগীদের দেশের ‘সেনা’র সঙ্গে তুলনা করায়, হায়দরাবাদের জহর নগর থানায় শ্রীনিবাস গৌড় নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন থানায়। অভিযোগপত্রে লেখা হয়েছে, সেনারা সম্মাননীয়। তাঁরা আমাদের দেশকে সুরক্ষা প্রদান করেন। তাই আপনি অর্থাৎ অল্লু অর্জুন আপনার অনুরাগীদের এই নামে ডাকতে পারেন না। পরিবর্তে আরও অনেক বিশেষণ রয়েছে, যা আপনি ব্যবহার করতে পারেন।’’ যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি দক্ষিনী সুপারস্টার। আগামী দিনে অভিনেতা তাঁর অনুরাগীদের কী ভাবে সম্বোধন করেন, সেদিকেই নজর থাকবে অনুরাগীদের।
দেখুন আরও খবর: