ব্যারাকপুর: পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের বড়সড় সাফল্য। ভুয়ো কল সেন্টারের (Fake Call Centre) মাধ্যমে বিদেশীদের প্রতারণার অভিযোগ। ঘটনায় গ্রেফতার প্রতারণা চক্রের বেশ কয়েকজন। গত ১৮ই অক্টোবর খড়দহ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খড়দহ বলরাম সেবা মন্দির হাসপাতালের উল্টো দিকে থাকা একটি ফ্ল্যাট থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। প্রতারণা চক্রের মূল পাণ্ডাকে ধরতে ধৃতদের জিজ্ঞাসাবাদদের জন্য ব্যারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া গোয়েন্দা বিভাগের হাতে তুলে দেন। ঘটনার তদন্তে নেমে আরও এক যুবককে গ্রেফতার করা হয় নিউ টাউনের হোটেলে তাকে জিজ্ঞাসাবাদ করে।
আরও পড়ুন: আইসিডিএস সেন্টারের বেহাল দশা, ক্ষোভ গ্রামবাসীদের
সূত্রের খবর, ধৃত ওই যুবককে জিজ্ঞাসাসাবাদ করে উত্তরাখণ্ডের দেরাদুন এক পাঁচতারা হোটেল থেকে বৃহস্পতিবার ছয় জনকে গ্রেফতার করা হয়। শনিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে ঘটনা জানায়। উপনগরপাল হরি পান্ডে জানান, এই প্রতারণা চক্রগত তিন বছর ধরে চলছিল এবং এরা মূলত আমেরিকা এবং কানাডার বয়স্ক নাগরিকদের প্রতারণা করত এবং সেই টাকা হাওলা সহ বিভিন্ন মাধ্যমে তাদের হাতে এসে পৌঁছাতো। ধৃতদের শনিবার ব্যারাকপুর আদালতের পেশ করা হয়েছে।
আরও অন্য খবর দেখুন