সুন্দরবন: সুন্দরবনকে (Sundarban) রক্ষা করার জন্য ম্যানগ্রোভ (Mangrove) গাছ লাগাতে বলা হয়। এবার তাতেও দুর্নীতির অভিযোগ উঠল। সুন্দরবন রক্ষায় ম্যানগ্রোভ লাগানোর নামে নদীর চরে গাছের ডাল ভেঙে পুঁতে ছবি তোলার অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সুন্দরবন রক্ষায় লক্ষ লক্ষ ম্যানগ্রোভ লাগানো চলছে নদীর চরে। কোথাও সরকারিভাবে কোথাও সংস্থাগতভাবে। এমনই দুর্নীতির অভিযোগ সামনে এল দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের বকচোরা নদীর ধারে।
মহিলাদের একটি গ্রুপ একটি সংস্থার কাছ থেকে নদীর চরে ম্যানগ্রোভ লাগানোর জন্য বরাদ্দ নেয়। শনিবার সকালে ভাটার সময় হঠাৎ করে দেখা যায় নদীর চরের বড় গাছ থেকে ডাল ভেঙে বিভিন্ন জায়গায় পুঁতে দিচ্ছে। পরবর্তীকালে ছবি তুলে নিচ্ছে সংস্থাকে দেখাবার জন্য। এটা দেখার পর গ্রামের প্রচুর মহিলা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
আরও পড়ুন: ভোট পরবর্তী সন্ত্রাসের জের, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
অন্যদিকে অভিযুক্ত গ্রুপের মহিলাদের দাবি, অভিযোগকারী মহিলারা কাজ না পাওয়ায় নিজেরা গাছের ডাল লাগিয়ে তাঁদের গ্রুপের মহিলাদের দোষারোপ করছেন।
আরও খবর দেখুন