রিয়াসি: জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্ক চলে আসছে দেশভাগের পর থেকেই। ইতিমধ্যে ভারতের উত্তরে অবস্থিত এই রাজ্যকে ঘিরে দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধও হয়েছে। আর যেহেতু বর্তমানে পাকিস্তানের সঙ্গে চীনের একাধিক সমঝোতা রয়েছে, সেই কারণে জম্মু ও কাশ্মীর ইস্যুতেও এবার নাক গলাতে শুরু করেছে চীন। আর এবার চীন ও পাকিস্তান একজোট হয়ে এমন এক কাজ করে বসল, যাতে করে ভারতের চিন্তা বাড়ল। সূত্রে খবর, ভারতের অন্যতম রেল সেতু চেনাব-এর বিষয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করেছে চীন ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলি। দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলি এই সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে বলে খবর।
উল্লেখ্য, চেনাব হল জম্মু ও কাশ্মীরের রিয়াসি এবং রামবান জেলাকে সংযুক্তকারী একটি রেল সেতু। এই চেনাব সেতু হল বিশ্বের উচ্চতম রেল সেতু। কিছু মাস আগেই এই রেল সেতুর উদ্বোধন হয়, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। জম্মু ও কাশ্মীর এবং দেশের বাকি অংশের মধ্যে সংযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে। তাই ভারতের এই গৌরবের কোনও ক্ষতি করতে পারে চীন এবং পাকিস্তান, এই আশঙ্কা জোরালো হচ্ছে এই খবর সামনে আসার পর থেকেই।
আরও পড়ুন: ফিল্মি কায়দায় দিল্লিতে খুন, নেপথ্যে নাবালক
জানা গেছে, জম্মুর রিয়াসি জেলায় তৈরি এই রেল সেতুটির নির্মাণ কাজ শেষ করতে সরকারের ২০ বছরেরও বেশি সময় লেগেছে। এটি একটি ২৭২ কিলোমিটার ‘অল-ওয়েদার’ রেলওয়ে বিভাগের একটি অংশ যা জম্মুর মধ্য দিয়ে যাবে। এই রেল সেতু কাশ্মীর উপত্যকা পর্যন্ত বিস্তৃত। বর্তমানে, কাশ্মীরকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযোগকারী রাস্তাটি শীতকালে প্রায়শই বিচ্ছিন্ন হয়ে যায়। এই স্থানে ভারী তুষারপাত হয়, সেই কারণেই যাতায়াতকারী হাইওয়ে প্রায়ই অবরুদ্ধ হয়ে পড়ে। তবে এই চেনাব রেল সেতু এই সমস্যার সমাধান করেছে। এছাড়াও, চেনাব সেতুর মাধ্যমে সীমান্ত লাগোয়া অঞ্চলে ভারত আরও ভালোভাবে নজরদারি চালাতে পারবে। এইসব কারণেই এই রেল সেতুর উপর পাকিস্তান চীনের কুনজর পড়ার একটা সম্ভাবনা তৈরি হতেই উদ্বেগ বাড়ছে দিল্লিতে।
দেখুন অন্য খবর: